“আজ মহান একুশে ফেব্রুয়ারী,সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা”
আজ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসে আমরা অর্জন করেছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। আমাদের এই অধিকারকে অর্জন করতে অনেক শ্রম দিতে হয়েছে। দিতে হয়েছে বরকত,সালাম,রফিক জব্বার সহ আরো অনেক শহীদের রক্তে রঞ্জিত রাজপথ। 1952 সালের এই ভাষার আন্দোলন আজ আমাদের চালিয়ে যেতে হবে,নিজের ভাষাকে বিশ্বের বুকে উচু করতে আমাদের উচিত বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করা। বক্তব্য,সভা,সেমিনার তথা সর্বাবস্থায় নিজের মাতৃভাষায় কথা বলা। বিনদেশি ভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নিজের ভাষাকে সর্বোচ্চ আসনে সমাসীন করা। বাংলীশ ভাষা ব্যবহার পরিহার করা। এই দৃঢ় প্রত্যয় হোক ভাষার মাসে আমাদের প্রতিজ্ঞা।