শিশুরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আগামী দিনের জাতির কর্ণধার। তাদের সঠিকভাবে গড়ে ওঠার উপরই নির্ভর করে জাতির সফলতা ও সমৃদ্ধি। কিন্তু আমরা কি আমাদের শিশুদেরকে এরকম উপযুক্ত করে গড়ে তুলতে পারছি?
বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগ। বিশ্বায়নের এ যুগে পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ (Global Village)। অত্যাধুনিক এ যুগে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার কোন বিকল্প নেই। এ জন্য তাদেরকে নৈতিক তথা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আরবি, ইংরেজি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি শিক্ষায় সুদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। কারণ প্রতিযোগিতাপূর্ণ এ পৃথিবীতে জ্ঞানের রাজ্যে কেব ঠিকে থাকা কিংবা আত্মরক্ষাই যথেষ্ট নয়; বরং প্রয়োজন হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনার প্রাণান্তকর প্রচেষ্টা।
এ ঐতিহাসিক বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের অন্তর্গত কানাইঘাট উপজেলাধীন হাজারো আলেম-উলামার স্মৃতি ধন্য ‘ঝিংগাবাড়ি’তে একদল উদ্যমী ও মেধাবী তরুণের সমন্বিত প্রয়াসে যাত্রা শুরু করেছে কোমলমতিদের জন্য এক ব্যতিক্রমধর্মী বিদ্যানিকেতন ”ঝিংগাবাড়ি স্ট্যন্ডার্ড একাডেমি”। এ প্রতিষ্ঠান এক দিকে যেমন সুনিবিড় পরিচর্যার মাধ্যমে একঝাঁক আদর্শ মেধাবী শিক্ষার্থীর যোগান দেবে অন্যদিকে তাদেরকে গড়ে তুলবে নৈতিকতায় সমৃদ্ধ, দেশপ্রেমে আপোষহীন, জ্ঞানচর্চায় সৃজনশীল, প্রতিযোগিতার জগতে অপ্রতিদ্বন্দ্বী এবং অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে পারদর্শী। তাই আমাদের এ পথচলায় আপনি আপনার কোমলমতি সন্তানকে দিয়ে শামিল হোন।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।
ঝিংগাবাড়ি স্ট্যান্ডার্ড একাডেমী
পাত্রমাটি জামে মসজিদ রোড, মুকিগঞ্জ বাজার, কানাইঘাট, সিলেট।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। ----------বর্ণমালা”
মোবাঃ প্রধান শিক্ষক: ০১৭৪৬২১৩১৬৪
অফিস: ০১৭৮০০০৩৩৬৫
ই-মেইল: js.academy17@gmail.com
ওয়েব: www.jhingabaristandard.com